ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ডুবে গেল ইরানি নৌবাহিনীর সব থেকে বড় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ৩ জুন ২০২১  

সাগরে ডুবে গেল ইরানি নৌবাহিনীর সব থেকে বড় জাহাজ

সাগরে ডুবে গেল ইরানি নৌবাহিনীর সব থেকে বড় জাহাজ

আগুন লেগে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সব থেকে বড় জাহাজ খারগ। ওমান সাগরে বুধবার আগুন লেগে এই ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ক্রুদের সফলভাবে উদ্ধার করা গেছে। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

তবে কীভাবে আগুন লাগলো বা জাহাজটি ডুবে গেলো তা নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি ইরান। এই জলসীমাকে বিবেচনা করা হয় বিশ্বের সবথেকে স্পর্শকাতর জলসীমাগুলোর একটি হিসেবে। প্রায়ই এখানে নিজেদের জাহাজ টার্গেট করে হামলা হওয়ার অভিযোগ আনে ইসরাইল ও ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ইরানের সবথেকে বড় জলযানটি বুধবার রাত ২ টা ২৫ এর সময় বন্দর ছেড়ে যায়। এটি তখন প্রশিক্ষণ মিশনে ছিল।

ওমান সাগর সরাসরি হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত। এখান দিয়েই বিশ্বের ৫ ভাগের ১ ভাগ তেল রপ্তানি হয়।

জাহাজটিতে থাকা ক্রুদের উদ্ধারে অভিযান চলে কয়েক ঘন্টা ধরে। জাহাজটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান ক্রুরা। কিন্তু এগুলো ব্যর্থ হয় এবং জাহাজটি ডুবে যায়।

নিউজওয়ান২৪/এসআর

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত