ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সম্রাট ও আরমানের ছয় মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ৬ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতারের পর ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্রাজিস্ট্রেট সারওয়ার আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের এ কারাদণ্ড দেন।

আদালতকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম এর নেতৃত্বে র‌্যাব-১ ও র‌্যাব-৪।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, বন্যপ্রাণীর চামড়া রাখায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, মাদক রাখার অপরাধে আরমানকেও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে সম্রাটের কাকরাইলের অফিসে ও মিরপুরে আরমানের বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সম্রাটের অফিস থেকে ক্যাঙ্গারুর দুটি চামড়া, বিদেশি মদ ও অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া আরমানের বাসা থেকেও বিদেশি মদের বোতল, ইয়াবা ও ১২টি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত