ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী-গৃহকর্মী হত্যায় দু’জন আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে আজ শুক্রবার সন্ধ্যায় দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দু'জনের পরিচয় হলো গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (২০)। গলাকেটে হত্যার এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় নতুন একজন গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। 

আটককৃতরা হলেন, বাচ্চু নামে ওই বাড়ির এক নিরাপত্তাকর্মী ও বেলায়েত নামে এক ইলেকট্রিশিয়ান। পুলিশ জানায়,  জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ২৮ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী ও গৃহকর্মী মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধানমন্ডি থাকার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, রুম ভেঙে ভেতরে প্রবেশ করে দুই রুমে দুইজনকে গলাকাটা অবস্থায় দেখা যায়। পুলিশের ক্রাইম সিন ও সিআইডি ঘটনাস্থলে এসেছে। 

তিনি আরও জানান, শুক্রবার বাড়িটির ওই ফ্ল্যাটে ২১ বছর বয়সী নতুন একজন গৃহকর্মী নিয়োগ দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের পর নতুন রাখা ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না। 

নিউজওয়ান২৪.কম/এমজেড

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত