ঢাকা, ০১ মে, ২০২৪
সর্বশেষ:

নির্বাচন কমিশন রাইট ট্রাকে চলছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ২৯ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন রাইট ট্রাকে চলছে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে রকম নির্বাচন হয়, ঠিক সেভাবেই সরকার তার সহায়ক ভূমিকা পালন করছে।

শনিবার (২৯ ডিসেম্বর) নোয়াখালীতে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এছাড়া নির্বাচন কমিশন নিয়ে কাদের বলেন, নির্বাচন কমিশনতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয় যে, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে পাঁচ সদস্যকেই একমতে পৌঁছাতে হবে। নির্বাচন কমিশনে একজন মাত্র কোনো কোনো ব্যাপারে ভিন্ন মত পোষণ করছে, সব ব্যাপারে নয়। সেটার জন্য তো মেজরিটির যে সিদ্ধান্ত সেটা তো আটকে থাকতে পারে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত কয়েক দিন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।

এ সময় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন