প্যারালাল ইউনিভার্স কী এবং আমাদের সাথে কেন হয়, জানেন?
সাতরং ডেস্ক
ফাইল ছবি
আমাদের জন্য আমাদের ব্রহ্মাণ্ড শুধুমাত্র ততটুকুই বড় যতটা দূর থেকে আসা আলোকে আজ পর্যন্ত আমরা ডিটেক্ট করতে পেরেছি। কিন্তু সত্যি কি তাই আমাদের ব্রহ্মাণ্ড ঠিক ততোটাই বড় যতোটা দূর থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছাতে পেরেছে? এ প্রশ্নটি জন্ম দেয় মাল্টিভাস থেওরির। যেটি অনুযায়ী আমাদের শুধুমাত্র একটি ব্রহ্মাণ্ড নয় এ রকম অনেক সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স আছে। কিন্তু সমান্তরাল মহাবিশ্ব কোথায় আছে? প্যারালাল ইউনিভার্স থিওরির অনুসারে আমাদের এই ব্রহ্মান্ডের সব বস্তু সব জীব এমন কি প্রতিটি স্থিতির প্রতিরুপ কোন না কোন সমান্তরাল মহাবিশ্বে অবশ্যই মজুদ আছে। আপনার জীবনের প্রতিটি সম্ভাবনা যেটা সত্যি হতে পারত কোনো না কোনো সমান্তরাল মহাবিশ্বে সেটা ঘটে চলেছে। তাহলে আজ চলুন আলোচনা করা যাক প্যারালাল ইউনিভার্স নিয়ে।
আমরা অনেকেই সাইন্স ফিকশনে প্যারালাল ইউনিভার্স নিয়ে অনেক কথা শুনেছি। এখন প্রশ্ন তো আসতেই পারে যে এটা কি আদৌ সম্ভব। কোন প্রমাণ আছে কি অথবা কোন রেফারেন্স? জী হ্যাঁ, অবশ্যই আছে। এখন আমরা এটা নিয়ে কিছু আলোচনা করবো। তার আগে বড় করে একটা শ্বাস নিয়ে নিন কেন না একটু পড়েই আপনার মস্তিষ্কে ঝড় উঠতে পারে। প্যারালাল ইউনিভার্সের কথা বলার আগে কয়েকটা জিনিস জেনে রাখা দরকার, যেমন 'ডিজে ভু'। এটি একটি ফ্রেঞ্চ শব্দ এর অর্থ এমন কিছু দেখা যা দেখে আপনার মনে হবে এটা আগে কখনো দেখেছেন বা এমন কিছু আপনার সাথে আগে ঘটেছিল। কিন্তু সত্যিটা হলো এমন কিছু আগে আপনার সাথে কখনও ঘটেনি।
আবার এমনও হতে পারে যে কিছু ঘটেছে যা আপনার মনে হবে যে এইটা আগে থেকেই আপনি জানতেন। এক্ষেত্রে সত্য হলো আপনি আসলে তা জানতে না। ১৯৯৮ সালে যখন জন টিউটর একটা শব্দ আবিষ্কার করেন যার নাম অলটার ভাস। জিনিসটা কিছুটা টাইম ট্রাভেলের মতো। ধরুন আপনি নিজে ভবিষ্যতে চলে গেলেন অথবা অন্য কোন জগতের আপনার কাছে, যেখানে গিয়ে আপনি আপনাকে অথবা কাউকে কোন মেসেজ দিয়ে আসলেন এটা অলটার ভাস। জিনিসটা কেমন আজগুবি গল্প মনে হচ্ছে। হতেই পারে, দুইটা ঘটনা বলি।
বিকাল চার টা বেজে বাইশ মিনিট, সেপ্টেম্বর ১২ ২০০৮ সাল। অ্যামেরিকার লস এঞ্জেলস -এ মেট্রো লিঙ্ক একটা ট্রেন এর মারাত্মক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৬ জন মানুষ মারা যান। একটা দুর্গম জায়গায় দুর্ঘটনা ঘটার ফলে এর কথা কেউই জানত না। সেদিন বিকেল পাঁচটায় একজন মহিলা পুলিশের কাছে কমপ্লেন করে যে তার স্বামীর নাম্বার থেকে অনবরত কল আসছে কিন্তু কল রিসিভ করলে কোন কথা বলছে না। এমন কি কোন ধরনের শব্দ শোনা যাচ্ছে না। পুলিশ এবং উদ্ধারকর্মী মিলে ফোন কল ট্র্যাক করে প্রায় ১১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ফোন কল ট্র্যাক করেই ঐ মহিলার স্বামীকে শনাক্ত করেন উদ্ধারকর্মী।
রহস্য হলো ওই ব্যক্তি ১১ ঘণ্টা আগেই মারা গিয়েছিলেন এবং আরো বেশি রহস্য হলো ফোন কল ট্রাক করে তাকে শনাক্ত করার পরে সেই সিগন্যাল হারিয়ে যায় এবং অনেক খুঁজেও সেই ফোনটি আর কখনও পাওয়া যায়নি। এখন প্রশ্ন এটা থেকে যায় যে ফোন কলটি কি তাহলে প্যারালাল ইউনিভার্সের অন্য পৃথিবীতে থাকা তার স্বামীর কাছ থেকে আসছিল?
দ্বিতীয় ঘটনা, মাটি নামের এক লোক দাবি করতেন যে তিনি ভবিষ্যতে গিয়েছিলেন কিন্তু কেউ প্রমাণ চাইলে চুপ হয়ে যেতেন। তার মৃত্যুর আগে তিনি বলেন যে তার নাকি খুব টুইন পাইনস মলে যেতে ইচ্ছা করছে। কিন্তু এ নামে কেউ কোনোদিন কোনো মলের নাম শোনেনি। তাই তারা সেটাকে প্রলাপ বলেই ধরে নেন। কিন্তু মৃত্যুর এক বছর পরে তার আত্মীয়রা পত্রিকায় একদিন দেখতে পান যে প্রতিবেশী দেশের একটি মলের নাম লন পাইন মল। নাম পরিবর্তন করে টুইন পাইন্স নাম রেখেছে। হয়ত এখনও গোলক ধাঁধাঁর মধ্যেই আছি আমরা।
এই বার চলে যাব প্যারালাল ইউনিভার্স সম্পর্কে। চলুন আরো দুইটি ঘটনা জানাই আপনাদের। প্রথম ঘটনা ২০০৮ সাল স্পেন। লেরিয়ানা গারছিয়া নামক ৪১ বছর বয়সের একজন মহিলা জানান যে, তিনি সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে তিনি কাল রাতে তিনি যে বিছানায় বেডশিটটি দেখেছিলেন সকালে তা পাল্টে গেছে। তিনি এটা নিয়ে এতটা চিন্তা করলেন না। তার মধ্যে সবকিছুই ঠিক ছিল শুধু দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। প্রথমত তার অফিসটা একদমই গায়েব হয়ে গেছে। যেখানে তিনি ২০ বছর ধরে চাকরি করতেন। এমনকি সেই অফিসের নাম কেউ কখনো শোনেনি।
আর দ্বিতীয়ত তার প্রেমিক অন্য একজন অপরিচিত মানুষ। তিনি গত দুই বছর ধরে যার সঙ্গে অ্যাফেয়ার করে আসছেন তার নাম্বারে ফোন দিলে সেই লোকটি তাকে চিনছেই না। কারণ সেখানে তার প্রেমিক এর পরিবর্তে অন্য একটি লোক ছিল এবং লোকটির নাম সেই ফোন নম্বরটি রেজিস্টার করা ছিল। দ্বিতীয় ঘটনা ১৯৫৪ সালে, টোকিও। টোকিও বিমানবন্দরে একজন অদ্ভুত মানুষকে আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। লোকটা বলেছে তিনি টরিড নামক কোন এক দেশ থেকে এসেছেন। কিন্তু পৃথিবীতে এই নামের কোন দেশের অস্তিত্বই নেই। কিন্তু লোকটাকে ভন্ড বলা চলে না কারণ তার পাসপোর্টটা একদমই আসল ছিল। এমনকি তার কাছে ব্যাংকের স্টেটমেন্ট ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জরুরী যেসব কাগজপত্র আছে সেগুলোতে টরিড দেশের নাম লেখা এবং সরকারের সিলও রয়েছে। ওই লোকটি জানান যে টরিড একটি ইউরোপিয়ান দেশ এবং সেই দেশটার বয়স এক হাজার বছর। তাহলে যে দেশটার বয়স এক হাজার বছর সেই দেশটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যেতে পারে।
পুলিশ তাকে একটা হোটেলে রাখেন এবং কড়া নজর রাখেন তার ওপরে। কিন্তু সকাল বেলায় রুমের দরজা ভেঙ্গে ওই লোকটির উপস্থিতি পাওয়া যায় না। এখন এসবের ব্যাখ্যায় যাব। বিজ্ঞানীরা ধারণা করেন, এই জগতের মতো অসংখ্য জগৎ আছে এবং আপনার মত আরও অসংখ্য আপনি আছেন। এ জগৎ গুরু সমান্তরালে চলে। কেউ কারও উপর কোন প্রভাব ফেলে না। এই জগতের আপনি হয়তো এখনো আমার লেখা পড়ছেন কিন্তু অন্য জগতে আপনি হয়তো আমার সাথে ঝগড়া ঝাটি করে আমার কাছ থেকে সম্পর্ক চুটি নিয়েছেন অনেক আগেই। এ জগতের আপনি হয়তো বিবাহিত আবার অন্য জগতের আপনি হয়তো অবিবাহিত। নাথিং ইম্পসিবল।
মাঝে মাঝে দুটো জগত একে অপরকে ক্রস করে ফেলে। তখনই আমাদের ডিজে ভু বা অল্টারভাস ঘটে। এবার হয়তো কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। বিজ্ঞানীরা মনে করেন এই ক্রসিং-এ সময়ের চাদরের একটা ছিদ্র হয়। আর এই ছিদ্র দিয়ে যে কেউ চুপচাপ ওই জগত থেকে এই জগতে চলে আসতে পারে। কেউ কেউ বলেন অন্য জগতে যাওয়ার জন্য দরকার হয় পোর্ট কি এর। এই পোর্ট কি কোন বস্তু, প্রাণী যে কোন কিছু হতে পারে। এই পোর্ট কি এর ধং বা মৃত্যু হলে তাকে পুনরায় ফিরে আসতে হয় আগের জগতে। কেন না পোর্ট কি ই পারে দুটো জগতের মধ্যে ক্রস ম্যাস করাতে। তো আপনি যখন নিজেই সেই পোর্ট কি হিসেবে সিলেক্টেড হবেন তখনই দেখতে পারে না অন্য প্যারালাল ইউনিভার্সের আপনাকে। কোয়ান্টাম মেকানিক্স অলরেডি জানিয়ে দিয়েছে যে অসংখ্য জগত থাকা আসলেই সম্ভব। এখন শুধু অপেক্ষা নিজে নিজে প্রত্যক্ষ করার।
নিউজওয়ান২৪/এএস
- বাঙালির বংশ পদবীর ইতিহাস
- গন্ধভাদালি লতার উপকারিতা
- ‘ময়ূর সিংহাসন’
- মিশরীয় সভ্যতা এবং নীল নদ
- মধ্যযুগের ইতিহাস
- ব্যবহারের আগে জানুন প্লাস্টিক বোতলে চিহ্নের মানে কী
- পবিত্র কাবা শরীফের অজানা যত তথ্য
- বিকাশ নগদ এবং রকেট’র ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
- হ্যালুসিনেশন আসলে কী, রোগ না অন্য কিছু?
- পিরামিডের অজানা তথ্য…
- চুম্বকের আদ্যোপান্ত...
- ‘চুম্বন’ আদর ও ভালোবাসার বহিঃপ্রকাশ
- ‘রক্ত’ রঙের রহস্য...
- ‘ধানমন্ডি’ নামকরণের ইতিহাস
- প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে