ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সংবাদ পাঠিকার এ কেমন পোশাক!

অসম্পাদিত ডেস্ক

প্রকাশিত: ০১:৫৭, ১২ আগস্ট ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আশ্চর্য! যদি টেলিভিশন মালিকদের কাছে TRP মূল ফ্যাক্ট হয় তবে স্টেশনের কর্মী বাহিনীর জনসংযোগের শিক্ষা, গরিমা বা বস্ত্রের কী প্রয়োজন? 

এখানে একজন নিউজ প্রেজেন্টারের পোশাক বা পোশাকের মোড়কে নিজেকে অভব্যভাবে উপস্থাপনের যে রুচিহীন উপস্থাপনা- তার দায় কার? সংবাদ উপস্থাপিকার নিজের? সংবাদ প্রযোজকের! নাকি টিভি চ্যানেলটির মালিকদের? এই প্রশ্নের উত্তর কারো জানা আছে?
  
(বি.দ্র. নতুন প্রেজেন্টার/রিপোর্টাররা এমনিতেই নিউজ প্রডিউসার, মেকআপ ম্যান, ক্যামেরাম্যানের ঠেলার ওপরে থাকে। ধরাকে সরা জ্ঞান করে ছাড়েন তিনারা। পুরোহিতেরা যা বলেন তা নতুনেরা করতে বাধ্য। ব্যক্তিত্বহীন, মেধাশুণ্য এই প্রেজেন্টারের ক্ষেত্রেও তাই হয়েছে)।

[তরুণ লেখক ও  মিডিয়া কর্মী এইচ এম বাবুর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া]

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
অসম্পাদিত বিভাগের সর্বাধিক পঠিত