ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ঋণ মুক্তির সর্বোত্তম আমল

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জীবনে চলার পথে অনেকেই বিভিন্ন সময় ঋণগ্রস্থ হয়ে পড়েন। কখনো কখনো সেই ঋণের পরিমাণ হয়ে যায় বড়। আর তখনই মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। 

আর তাই ঋণ থেকে মুক্তি লাভের জন্য কার্যকরি দু’টি  দোয়াটি শিখে নিন-

(১) আরবি দোয়া-
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ».

বাংলা উচ্চারণ:
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।

বাংলা অর্থ:
‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।; (বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩। তাছাড়া পূর্বে পৃষ্ঠায় ১২১ নং এ গত হয়েছে)।

আরবি দোয়া-
«اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ».

(২) বাংলা উচ্চারণ:
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।

বাংলা অর্থ:
‘হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। (তিরমিযী ৫/৫৬০, ৩৫৬৩। আরো দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০)।

নিউজওয়ান২৪.কম/এমজেড