ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আরো ৭২ ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ২৬ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ডও হয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কবে নাগাদ রয়েছে তা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৭২ ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্ভাবাসে আরো বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এদি‌কে সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত