ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

হাতে ১২ ফুট লম্বা অজগর ধরলেন অধ্যাপক (ভিডিও)

নিউজওয়ান ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ৯ ডিসেম্বর ২০১৭  

প্রায় ১২ ফুট লম্বা অজগর। ওজন প্রায় ৪০ কেজি। আর সাপ ধরার হাতে-কলমে কোনো প্রশিক্ষণ ছাড়াই খালি হাতে এই অজগর ধরে ফেললেন এক অধ্যাপক।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদের শ্যামাপ্রসাদ মুখার্জি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যাপক এনবি সিং এমন কাণ্ড ঘটিয়েছেন।

জানা গেছে, কলেজের ভেতর বৃহস্পতিবার বিশাল এই অজগরটি দেখা যায়। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজগরটি দেখতে পেয়ে এগিয়ে যান অধ্যাপক এনবি সিং।

সাপ ধরার কোনো প্রশিক্ষণ না থাকলেও রীতিমত কসরত করে খালি হাতেই ৪০ কেজি ওজনের ১২ ফুট লম্বা অজগরটি ধরে ফেলেন তিনি। পরে সেটিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়।

শিক্ষার্থীদের কেউ কেউ অধ্যাপকের সাপ ধরার ভিডিও ধারণ করেন। সেই ফুটেজ সামাজিক মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

অধ্যাপক এনবি সিং বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই তিনি সাপটি ধরেছেন। অবশ্য বিরক্ত না করলে ‘অজগর এমনিতে বিপজ্জনক নয়’ বলে মন্তব্য করেন তিনি।

নিউজওয়ান২৪.কম

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত