ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় ভুটান

রংপুর করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৫, ২৪ এপ্রিল ২০১৬   আপডেট: ১৩:২৭, ১৮ মে ২০১৬

উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডেমকো দর্জি

উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডেমকো দর্জি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও সাংষ্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান।

 

এ বিষয়ে নীতিগতভাবে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ডেমকো দর্জি।

 

গত শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি একথা জানান। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ার হোসেন, বাংলাদেশে ভুটান দূতাবাসের কাউন্সিলর ইয়োনটেন গিয়ামশো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবীর, প্রক্টর শাহীনুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডেমকো দর্জি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।

 

বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ কোর্স কারিকুলাম সম্পর্কে ভুটানের মন্ত্রীকে অবহিত করেন।

 

আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী মানব সম্পদ উন্নয়নে অবদান রাখবে এমন বিষয় ও কোর্স কারিকুলাম প্রণয়ণের ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আধুনিক ও মানসম্পন্ন কোর্সকারিকুলাম প্রণয়ণের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে ভুটান। এর অংশ হিসেবে ভুটানের সঙ্গে বেগম রোকেো বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থীদের ‘একচেঞ্জ প্রোগ্রাম’এবং প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড যৌথভাবে পরিচালনা করা যেতে পারে।

 

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্বারক প্রস্তুত করার পরামর্শ দেন।

 

উপাচার্য অধ্যাপক ড. নবী বলেন, পররাষ্ট্রমন্ত্রীর আগমণে ভুটানের সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ একাডেমিক কার্যক্রম পরিচালনার একটি দ্বার উন্মোচিত হলো। এতে উভয় দেশের মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভুমিকা সাধিত হবে।

নিউজওয়ান২৪.কম/এসবি/এসএল

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত