ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

যারা গো-হত্যা করবে, তাদের হত্যা করা হবে: বিজেপি নেতা

নিউজওয়ান ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ২৬ ডিসেম্বর ২০১৭  

গো রক্ষকদের বাড়াবাড়ি নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গো-রক্ষার নামে ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া হিংসা রুখতে দলের অন্দরেও উষ্মা প্রকাশ করেছিল মোদি। কিন্তু, কোথায় কী? প্রধানমন্ত্রীর উষ্মা প্রকাশ করা সত্ত্বেও গো-রক্ষার নামে এবার সরকারি খুনে হুমকি ছুড়লেন রাজস্থানের বিজেপি বিধায়ক৷

গরু পাচার রুখতে রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজার সরাসরি হুমকি, ‘যারা গো হত্যা ও গরু পাচার করে ধরা পড়বে, তাদের মরে পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হবে।’ বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতজুড়ে শোরগোল ফেল দিয়েছে। নতুন বছর শুরু আগেই দেশের রাজনীতিতে ফের উস্কে উঠেছে গো-রক্ষা ইস্যু।

যদিও, এর আগে নিজেদের গো-রক্ষাকর্তা বলে যারা দাবি করেন তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কেন্দ্রে বিজেপি পরিচালিত এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই গো-হত্যা বিতর্ক কিছুতেই পিছু ছাড়েনি৷ এবার সেই ইস্যুকেই পাল্টা হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী।

নিউজওয়ান২৪.কম

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত