ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মোবাশ্বের বিডি পালিটিকোর কেউ নয়!

প্রকাশিত: ২২:০৩, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ২২:০৫, ২৩ নভেম্বর ২০১৭

নর্থ সাউথ বিশ্ববিদ্যায়ের শিক্ষক ডঃ মোবাশ্বেরকে গত ৭ নভেম্বর আগারগাঁও থেকে অপহরন করেছে ডিজিএফআই। ব্লাকহোলে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ভারতীয় প্রভাবশালী ম্যাগাজিন দ্য অয়্যার জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসানকে বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) তুলে নিয়ে গেছে৷ প্রতিবেদনের অন্যতম প্রতিবেদক তাসনিম খলিল বলেছেন, ‘‘মোবাশ্বার এখন ডিজিএফআই-র কাছে আছে৷’’

দ্য অয়্যার-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘‘একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, মোবাশ্বের বিডিপলিটিকোডটকম নামে একটা পোর্টাল চালান, যাতে সম্প্রতি বিতর্কিত কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়৷এটা তাকে আটকের কারণ হতে পারে৷’’

এ সম্পর্কে বিডিপলিটিকোডটকম এর মন্তব্য হলো- মোবাশ্বের আমাদের কেউ না। আমরা তাকে চিনি না। আমরা হতবাক এই ভেবে যে, রাষ্ট্রীয় সেনা গোয়েন্দা সংস্থা এত ভুয়া হয় কি করে? মিথ্যার উপর চলতে চলতে ওরা কি শেষ হয়ে গেলো? এরা নাকি হাসিনাকে বাঁচাবে? ......হা হা হা!

 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত