ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মিশরে জুম্মা নামাজে জঙ্গিদের হামলা, নিহত ১৮৪

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ২১:০৭, ২৪ নভেম্বর ২০১৭

মিশরের উত্তর সিনাই প্রদেশে জুম্মার নামাজের জঙ্গিদের বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বির আল আবেদ শহরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৪টি গাড়ি থেকে হামলাকারীরা নামাজ আদায়কারীদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় কমপক্ষে আরো ৭৫ জন আহত হয়েছে।

২০১৩ সাল থেকে সিনাই অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে দেশটির সরকার। একটি প্রতিবেদনে বলা হয়, হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সমর্থকরা। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

এর আগে সিনাইয়ে জঙ্গিদের ধরতে মিশরের নিরাপত্তা বাহিনী অ্যামবুশে গেলে পাল্টা আক্রমণে ৫০ পুলিশ নিহত হয়। মিশর সরকার পরে জানায় ১৬ জন পুলিশ মারা গেছে। বিবিসি।

নিউজওয়ান২৪.কম

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত