ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান! চাঞ্চল্য বিজ্ঞানী মহলে

নিউজওয়ান ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৫:৩৭, ১৩ ডিসেম্বর ২০১৭

আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও সত্যিই কি তাদের দেখা গিয়েছে কখনও? ভিনগ্রহের প্রাণীরা কি এর আগে পৃথিবীতে এসেছে? এই প্রশ্নগুলো মানুষের মনে চিরকালীন। ভিনগ্রহের প্রাণী বা ইউএফও নিয়ে এ যাবৎ যা যা শোনা গিয়েছে, তার সবটা সত্যি নয় বলেই দাবি বিজ্ঞানীদের। এ নিয়ে গবেষণাও জারি রয়েছে।

তবে এরই মধ্যে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে হদিশ পেয়েছেন এমন এক জিনিসের, যাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেন্ডেন্ট’-এ প্রকাশিত খবর অনুযায়ী, সৌরমণ্ডলে এক বিচিত্র আকৃতির উড়ন্ত বস্তু দেখতে পেয়েছেন একদল বিজ্ঞানী।

জানা গিয়েছে, সিগারেটের মতো আকৃতির বস্তুটি পৃথিবী থেকে বহু দূরে ঘণ্টায় প্রায় ৩১৫৪৩১.৪২৮ কিমি বেগে উড়ে গিয়েছে। বিজ্ঞানীদের দাবি, এই জিনিসটি ভিনগ্রহ থেকে আসা কোনও মহাকাশযান।

প্রথমে এটিকে উল্কাপিণ্ড বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। তবে এরপর বিষয়টি খতিয়ে দেখে তাঁরা বুঝতে পারেন, জিনিসটি কৃত্রিম।

নিউজওয়ান২৪.কম

 

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত