ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ব্র্যাক ব্যাংকের ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৪৭, ২ জুন ২০১৬  

ঢাকা: ২০১৫ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সাভারে ব্র্যাক-সিডিএমে ২ জুন ২০১৬ অনুষ্ঠিত ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ শিব নারায়ণ কৈরী, ড. হাফিজ জিএ সিদ্দিকী, কাজী মাহমুদ সাত্তার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন এবং কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহমদ।

সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৫ সালে ব্যাংক পরিচালনা মুনাফা হিসেবে সাত হাজার ৭৯৮ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৪ সালের ছয় হাজার ৭৭৪ মিলিয়ন টাকা থেকে ১৫.১২% বেশি। ব্যাংক ২০১৫ সালে কর পরবর্তী মুনাফা হিসেবে দুই হাজার ৪৩৫ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৪ সালে ছিল দুই হাজার ৯১ মিলিয়ন টাকা।

কোম্পানির প্রতি ধারাবাহিক সহযোগিতা প্রদান করার জন্য সকল শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্যাংকের চেয়ারম্যান।

বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪.কম/এসএম

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত