ঢাকা, ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ:

বৈরী আবহাওয়া কাটিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২২ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি


দুই দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুইদিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ লঞ্চ, স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল থেকে এ রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়।


এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে পদ্মা উত্তাল হতে থাকে। নদীতে ঢেউ ও প্রচণ্ড বাতাসের কারণে শুক্রবার সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, রবিবার সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযানগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

শিমুলিয়া ঘাটে পারের ছোটবড় প্রায় সাড়ে ৬ শতাধিক গাড়ি অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত