ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

বে-শক তকলিফে নওয়াজ শরিফ

কার্টুন ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ২৪ এপ্রিল ২০১৬  

পানামা পেপার্স কেলেঙ্কারিতে দুনিয়ার অনেক দেশের রথী-মহারথীদের মতো পাকিস্তানের প্রধামন্ত্রী নওয়াজ শরিফও বেকায়দায় আছেন। তার পরিবারের সদস্যরা ট্যাক্স ফাঁকি দিতে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন- এই অভিযাগে বিরোধীরা তার পদত্যাগ চাইছে। অপরদিকে, সম্প্রতি দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ দুর্নীতির দায়ে ৬ জন (প্রথমে বলা হয়েছিল ১২জন) উচ্চপদস্থ সেনাকর্মকর্তাকে বরখাস্ত করেন। পর্যবেক্ষকরা মনে করছে- এটা পানামা পেপার্সের পরোক্ষ ধাক্কা। কেউ কেউ মনে করছেন- এটা সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য একটা ইঙ্গিত। দেশের রাজনৈতিক ক্ষমতায় প্রভাবের ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে দুনিয়ার অন্য কোনো সেনাবাহিনীর তুলনা চলে না। তাই, নওয়াজ সাহেব আসলেও বে-শক তকলিফে আছেন এটা পরিষ্কার। এখানে সম্প্রতি দেশটির প্রভাবশালী মিডিয়া ডন-এ ছাপা এই কার্টুনটি যেন সেই পরিবেশ-পরিস্থিতিরই জানান দিচ্ছে।    

 

নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত