ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বাংলাদেশ-ভারতের পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠেছে: মানিক সরকার

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ২৮ অক্টোবর ২০১৭  

ভারত এবং বাংলাদেশের আভ্যন্তরিন পরিস্থিতি একই অবস্থায় রয়েছে৷ দুই দেশেই পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠেছে৷ তাই, এখন মানুষের মধ্যে একতা ও সংহতির চেতনা সুদৃঢ় করতে হবে৷ তা না হলে নিজ নিজ দেশে একতা বিপন্ন হবে।

শুক্রবার আগরতলায় রোটারি ইন্টান্যাশনালের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই সম্মেলনের থিম হলো দুই দেশের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন৷ মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে দল গঠন বেআইনি৷ ধর্মের কথা বলে আমাদের দেশেও বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে৷ তাতে, দেশের পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠছে৷

তিনি বলেন, বাংলাদেশের আভ্যন্তরিন পরিস্থিতিও প্রায় একরকম৷ ফলে, দুই দেশের সমস্যাও একই ধরনের৷ তাঁর মতে, মানুষের মধ্যে একতা ও সংহতির চেতনা সুদৃঢ় করতে হবে৷

তিনি বলেন, ব্রিটিশরা যে বিষ বৃক্ষ রোপন করে গিয়েছিলেন তার বোঝা আজও দেশ বয়ে বেড়াচ্ছে৷ দ্বিজাতি তত্বের নামে দেশ সেদিন দ্বিখন্ডিত হয়েছিল৷ ধর্মের নামে দেশ ভাগ করা হয়েছিল৷ আজ আবারও ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা শুরু হয়েছে৷ একই অবস্থা বাংলাদেশেরও৷ সেখানেও একুই ইস্যুতে পরিস্থিতি সবসময় উত্তপ্ত হয়ে থাকে৷

মানিক সরকার বলেন, মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে না পারলে নিজ নিজ দেশে একতা বিপন্ন হবে৷ তাই তাঁর উপদেশ, বাস্তব পরিস্থিতি উপলব্ধির মধ্যে রাখতে হবে৷ রোটারিয়ানদেরও এই মঞ্চে দাঁড়িয়ে তিনি বিষয়টি নিয়ে গভির ভাবে ভেবে দেখার জন্য অনুরোধ করেছেন৷

এদিকে, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক ত্রিপুরা এবং ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ মুক্তি যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ কখনো ভুলবে না, তা আবারও তিনি জানিয়েছেন৷

তিনি বলেন, বাংলাদেশের বিপদের বন্ধু ভারত৷ ত্রিপুরাবাসীও বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকেন৷ তাই তিনি এদেশের বাংলাদেশের প্রতি সমস্তরকম সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাতে কোন খামতি রাখেননি৷

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত