ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

পীরগঞ্জ ও গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গেরামের খবর

প্রকাশিত: ১৯:০৮, ১৯ আগস্ট ২০১৭  

ফাইল ফটো

ফাইল ফটো

বন্যার পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই শিশু মারা গেছে। শনিবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, পীরগঞ্জে বন্যায় ভরা লাছী নদীতে গোসল করতে নেমে শুভ রায় (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুভ পৌর শহরের বিজিবি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও ভেলাতৈড় মহল্লার ধীরেন রায়ের পুত্র।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১১টায় শুভ স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে স্কুলে না গিয়ে স্কুলের কাছে বন্যার পানিতে ভরা লাছী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে দুপুর ২টার দিকে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাটি বালুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে শনিবার দুপুরে আদুরী (৩) নামে একটি শিশু মারা গেছে।

সে ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, আদুরী বাড়ির উঠানে বন্যার পানিতে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত