ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সুষমা-রওশন বৈঠক

তিস্তা পানি বন্টনের দ্রুত সমাধান চেয়েছি: রওশন

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ১৪:১৩, ২৩ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

তিস্তা নদীর পানি বন্টন সমস্যার দ্রুত সমাধানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সহযোগিতা কামনা করেছেন দশম সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

রবিবার (২২ অক্টোবর) রাতে সোনারগাঁও হোটেলে বৈঠকে এই অনুরোধ জানান বলে পরে সাংবাদিকদের জানান রওশন এরশাদ।

তিনি বলেন, ‘তিস্তার পানি বন্টন বিষয়ে আলোচনা হয়েছে, আমরা এর দ্রুত সমাধান চেয়েছি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত এ বিষয়ে আন্তরিক। তিনি এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।’

কীভাবে সমাধান হবে জানতে চাইলে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন বলেন, ‘চুক্তির মাধ্যমেই বিষয়টির সমাধান হবে।`

ত্রিশ মিনিটের এই বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে বেগম রওশন এরশাদের সাথে আরও উপস্থিত ছিলেন- সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ নুরে হাসনা লিলি চৌধুরী, ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতি ও নুরুল ইসলাম মিলন প্রমুখ।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত