ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ঢাকায় আসছেন সুষমা

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২০ অক্টোবর ২০১৭   আপডেট: ১০:২৯, ২০ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী রবিবার (২২ অক্টোবর) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ইস্যুতে কথা বলতে ঢাকায় আসছেন সুষমা। এর আগেও একবার সম্ভ্যাব্য তারিখ করেও আসেননি সুষমা।

২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফর করেন। চলতি বছরের এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ কমিশনে সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা হবে। সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক হয়। এছাড়া নিউ ইয়র্ক থেকে আবু ধাবিতে যাওয়ার সময় একই ফ্লাইটে ছিলেন শেখ হাসিনা ও সুষমা স্বরাজ।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত