ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ২০:৩৫, ২ মার্চ ২০১৬

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা: র‌্যাবের অভিযানে আটক হয়েছে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের আট সদস্য। এরা অবৈধভাবে বিদেশে নারী পাচারের সঙ্গে জড়িত। এসময় তাদের কব্জা থেকে উদ্ধার করা হয় বন্দি চার নারীকে। র‌্যাব সদস্যরা এসময় জাল ভিসাসহ বেশ কয়েকটি পাসপোর্ট জব্দ করে।

সোমবার সকালে রাজধানীর পাশের টঙ্গি এলাকাতে অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে বলে সূত্র জানায়।

এ বিষয়ে যোগাপযোগ করলে সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তর সূত্র জানায়, আটক ব্যক্তিরা শুধু নারী পাচারই নয়, কৌশলে নানা ফাঁদে ফেলে সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো। তাদের কথামতো ‍পণ শোধ না করলে জিম্মি ব্যক্তিকে নির্মম নির্যাতন করা হয়। পরে দুর্বৃত্তরা ঘটনার শিকার ব্যক্তির স্বজনদের বাধ্য করতো চাহিদামতো অর্থ শোধ করতো। দীর্ঘদিন ধরে চক্রটির এমন অপকর্মের শিকার হয়েছে অনেক মানুষ।

বিকালে র‌্যাব হেডকোয়ার্টারে মিডিয়া ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

নিউজওয়ান২৪.কম/এনএমসি

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত