ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযানে র‌্যাব

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৯:৫৮, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১৪:৪৮, ৯ ডিসেম্বর ২০১৬

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

চট্টগ্রাম: ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্নেলহাট থানা এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযানে নেমেছে এলিট ফোর্স র‌্যাব। তবে ভেতরে থাকা ব্যক্তিরা অভিযানে বাধার সৃষ্টি করতে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। 

র‌্যাব-৭ স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ সেলফোনে জানান ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সকাল ৭টার দিকে ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব সদস‌্যরা।

তিনি বলেন, দোতলা ওই বাড়িতে জঙ্গিরা আছে বলে খবর পাওয়া গেছে। আমরা ঢোকার চেষ্টা করছি।

চট্টগ্রাম অবস্থিত র‍্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, আকবর শাহ থানার একে খান এলাকা থেকে বৃহস্পতিবার সকালে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী কর্নেলহাট থানার ওই বাড়িটি ঘেরাও করে র‍্যাব।

লে. কর্নেল মিফতা আরও বলেন, বাড়িটি কার, সে বিষয়ে এখনও জানতে পারিনি। তবে সেখানে যে জঙ্গি আছে, সে বিষয়ে আমরা নিশ্চিত।

তিনি বলেন, জঙ্গিরা ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের ধারণা তারা ধরা না দিয়ে আত্মাহত্যার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ‌্য পাওয়া যায়নি।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত