ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কেনিয়ায় বন্যায় কলেরা মহামারী হতে পারে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:১২, ৬ মে ২০১৮  

কেনিয়ার বন্যার ছবি

কেনিয়ার বন্যার ছবি

কেনিয়ায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ইতোমধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যেকোনও সময় এই বন্যা থেকে মহামারি আকারে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার সমন্বয়ক বিষয় দফতরের মুখপাত্র জেনস লায়ের্কে বলেন, ‘ঘরহারাদের ফিরিয়ে নেওয়া ছাড়াও আমাদের অসুখ নিয়ে ভাবতে হবে।’

কেনিয়ার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত এপ্রিল মাস থেকে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এক মাসের বন্যায় দুই লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েন। স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে অসহায় মানুষদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার পাশাপাশি আক্রান্ত গ্রামগুলো সাহায্য কার্যক্রম শুরু করেছে।

লায়ের্কে বলেন,‘বাস্তুহারাদের ঘরে ফেরানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে রোগ নিয়ন্ত্রণ করা। কলেরা ও চিকুনগুনিয়া নিয়েই বেশি উদ্বিগ্ন আমরা।’ ইতেমধ্যে ৩০০ জনের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। কলেরায় প্রাণ হারিয়েছেন ৫৫ জন।

কলেরা ছাড়াও, ম্যালেরিয়া ও ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন লায়ের্কে। কেনিয়ার রেড ক্রস এই বন্যাকে ‘মানবিক বিপর্যয়’ বলে অ্যাখ্যা দিয়ে ভুক্তভোগীদের সহায়তার জন্য জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে। তারা জানায়, বন্যায় ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

নিউজওয়ান২৪.কম

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত