ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

একজন সৃজনশীল ব্যক্তিকে সবার আগে ভালো মানুষ হতে হবে: বাপ্পি চৌধুরী

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৯:২৩, ২২ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকাই সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরির দৌড়ে বর্তমান প্রজন্মের যে কয়েকজন নায়ক রয়েছেন, তাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন বাপ্পি চৌধুরী। তিনি চেষ্টা করছেন তার আপন কক্ষপথ ধরে হেঁটে লক্ষ্যে পৌঁছানোর জন্য। এদিকে আজ ২০ অক্টোবর সারাদেশের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাপ্পি অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। গতকাল তার সঙ্গে কথা হচ্ছিল ছবিটি নিয়ে।

বাপ্পির সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি পারিবারিক একটি কাজে কক্সবাজার অবস্থান করছিলেন। ব্যস্ততার ফাঁকে কথা হলো তার সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমাটি সকল শ্রেনীর দর্শকদের দেখার মত সিনেমা। ক্লিক করবে শতভাগ। আর ডিপজল ভাই অনেকদিন পর এই সিনেমার মধ্য দিয়ে আবার চলচ্চিত্রে ফিরেছেন। সেখান থেকে ভাল কিছু একটা হবে বলে আমি মনে করি। ট্রাডিশনালী যে চিন্তাভাবনা, সেখানে থেকে বেরিয়ে কিছু একটা হয়েছে। সে বিষয়গুলো অবশ্যই গানগুলো দেখলেই বোঝা যাবে। আপাতত এটুকুই থাক।’

এই সিনেমায় কেন চুক্তিবদ্ধ হয়েছিলেন, এমন প্রশ্ন ছিল বাপ্পির কাছে। তিনি মনে করেন-অভিনেতা ও খলনায়ক ডিপজল, চিত্রনায়িকা মৌসুমী, আর গল্পের যে ভিত সেটিই তাকে এ ছবিতে কাজ করতে উৎসাহিত করেছে। তিনি বলেন,‘গল্পটা আমার উপর দিয়ে মুভ করেছে। আর মনতাজুর রহমান আকবর একটা ফ্যাক্ট। তার কথার উপর আমি ছবিটি সাইন করেছি। এ ছবিতে কাস্টিং ভ্যালুটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা আমি ভবিষ্যতেও বলতে পারব রেফারেন্স হিসেবে। দর্শক যতক্ষন আমাকে দেখবে, তারা বলবে বাপ্পির যতটুকু অভিনয় করার জায়গা ছিল সেটি সে চেষ্টা করেছে।’

এদিকে ‘দুলাভাই জিন্দাবাদ’-ছবির ট্রেলার যখন প্রকাশ হয় তখন অনেকেই সমালোচনা করে বলেছেন-এই সময়ে কী এ ধরনের ছবি চলে! ছবির গল্প, সংলাপের মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বাপ্পির ভাষ্য, ছবির এক তৃতীয়াংশ টাকা ইতিমধ্যেই প্রযোজক ঘরে তুলে নিয়েছেন। প্রেক্ষাগৃহের মালিকরা ভালভাবেই ছবিটি গ্রহন করেছেন।

ছবিটি এখন যে সময়ে মুক্তি পাচ্ছে ঠিক একই সময়ে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল হইচই। ছবিটি দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন অনেকেই। নতুন সব রেকর্ড করে চলছে এ ছবি। বিষয়টিকে বাপ্পি কীভাবে দেখছেন? ‘দুটি সিনেমা দুই ট্র্যাকের। `ঢাকা অ্যাটাক` থ্রিলার ছবি। আর ‘দুলাভাই জিন্দাবাদ’-পারিবারিক ছবি। দর্শক বাছাই করবে তারা কোন ছবিটি দেখবে। তবে আমি আশাবাদী দর্শক ছবিটি গ্রহন করবে। কারণ ছবিতে আমাদের দেশের গল্প পাবে তারা।’ বললেন বাপ্পি।

এখন তো চলচ্চিত্রে এক ধরনের যে অস্থিরতা বিরাজ করছে, অদূর ভবিষ্যতে চলচ্চিত্রে পরিবর্তন আসবে এ চিত্রের। কিংবা বাপ্পির ভাবনার বিষয়গুলোতে ঠিক কতটুকু স্থান জুড়ে রয়েছে এ বিষয়গুলো। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সিনেমার অস্থিরতা বন্ধ হবে তখনই যখন গ্রুপিং বন্ধ হয়ে যাবে। এখন যারা সিনেমার ব্যবসা করছে তারা একচেটিয়া করছে। যারা করতে পারছে না, তারা কিছুই করতে পারছে না। বিষয়টা যার কারণে অস্থিতিশীল অবস্থায় আছে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সবের ফলে দুটি পক্ষই এখন কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে, এতে করে কেউই লাভবান হবে না। তাদেরকে গ্রাস করার জন্য অন্য কেউ আরেকজন দাঁড়িয়ে আছে। তবে আমি মনে করি, একজন সৃজনশীল ব্যক্তিকে সবার আগে ভালো মনের মানুষ হতে হবে।’

দুলাভাই জিন্দাবাদ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম, আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদের খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রত। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি প্রযোজনা করেছেন নাদের খান। তার নিজস্ব পরিবেশনা সংস্থা রাজেস ফিল্মস ছবিটি পরিবেশন করছে। এ বছরের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়। আগস্টে সেন্সর ছাড়পত্র পায়। গ্রামীণ প্রেক্ষাপটকে ঘিরে নির্মিত হয়েছে এটি।