ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

উড়িশ্যায় পুলিশি অভিযানে ৬ নারীসহ ২৩ মাওবাদী নিহত

সার্ক অঞ্চল ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৪ অক্টোবর ২০১৬  

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

ভারতের উড়িশ্যা রাজ্যে বন্দুকযুদ্ধে কয়েকজন শীর্ষ নেতাসহ ২৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন নারী। সোমবার সকালের ওই ঘটনায় দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

এনডিটিভি জানায়, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে গজারলা রাভি ওরফে উদয়, সুধীর এবং অনিলের মতো শীর্ষ মাওবাদী নেতারা রয়েছেন।

এনবিটি জানায়, এ ঘটনায় চারটি একে৪৭ রাইফেল, তিনটি সেল্ফ লোডিং রাইফেলসহ অন্যান্য কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মালকানগিরি থেকে ১০ কিলোমিটার দূরে মাওবাদী গেরিলাদের এক ঘাঁটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়গোপন বৈঠক করতে সেখানে ৫০-৬০ জন মাওবাদী ছিল।

রাজ্যের মালকানগিরি জেলার বেজাংগি এলাকায় ওড়িশ্যা-অন্ধ্র সীমান্তে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
মাওবাদীদের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন বলে গোয়েন্দা সূত্রে জানতে পেরে গত রবিবার বিকেলেই বেজাংগি এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় পুলিশ।

পুলিশের সঙ্গে অভিযানে অংশ নেয় বিখাশাপত্তমের বিশেষ সশস্ত্র বাহিনী এবং অন্ধ্রপ্রদেশের গ্রে হাউন্ড বাহিনী।

নিউজওয়ান২৪.কম/এমএসআর

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত