ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ইসলমাবাদের সার্ক না হলে পাকিস্তান-চীন ঘনিষ্ঠতা বাড়বে!

সার্ক অঞ্চল ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ১৫:০৫, ১২ অক্টোবর ২০১৬

ঢাকা: চলমান পাকিস্তান-ভারত উত্তেজনাকে সামনে রেখে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ নিচ্ছে না- এমন খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী মিডিয়া ডন.কম। একই খবর দিয়েছে বাংলাদেশ, ভারতসহ সার্কভুক্ত অন্যান্য দেশের সংবাদ মাধ্যমগুলোও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী নভেম্বরে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এর একদিন আগে ভারত জানায়, কাশ্মিরে সেনাবেসে সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসীদের হামলার জের ধরে তারা সম্মেলন বয়কট করছে। এর ফলে এটা অনেকটাই নিশ্চিত যে এবারের সার্ক সম্মেলন হচ্ছে না। কারণ, সংস্থার বিধিবিধান মতে, কোনো সদস্য রাষ্ট্র আপত্তি জানালে স্বয়ংক্রিয়ভাবেই সম্মেলন বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার ভারতের ঘোষণার পর ভুটান এবং আফগানিস্তানও সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। ইতোম্যধ্যেই সার্কের বর্তমান চেয়ার নেপালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এদিকে, অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে এ সম্মেলনে বাংলাদেশ অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর আগে সম্মেলনে যোগ না দেয়ার ঘোষণা দেয় ভারত। দেশটির এ সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে পাকিস্তান।

গত ১৮ সেপ্টেম্বর ভারত শামিত কাশ্মিরের উরিতে ভারতীয় আর্মিবেসে হামলা চালিয়ে ১৮ সেনাকে হত্যা করে সন্দেহভাজন স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনা পরমাণু অস্ত্র সজ্জিত চির বৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে উত্তজনাকে চরম স্তরে নিয়ে গেছে।

নয়া দিল্লি এ ঘটনায় ইসলামাবাদকে দায়ী করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক প্রতিক্রিয়ায় পাকিস্তানকে বিশ্ব সমাজে ‘একঘরে’ করার হুমকি দেন। তবে পাকিস্তান ওই হামলায় তার সংশ্রিষ্টতা অস্বীকার করেছে।

দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক অশোক মালিকের মত হচ্ছে এ ঘটনা বাস্তব ক্ষেত্রে পাকিস্তানকে কিছুটা বেগ দেবে। দিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রধান অশোক আরও বলেন, তবে এর ফলে ভারতের প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক পরাশক্তি চীনকে পাকিস্তানের আরও কাছে এনে দেবে।

দক্ষিণ-পূর্ব তথা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ১৯৮৫ সালে গঠিত জোট সার্ক এখনও এতদঞ্চলের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য কিছু্ দেখাতে পারেনি। অনেক ক্ষেত্রেই খুশবুহীন, সৌন্দর্যহীন কাগজের ফুলের মতোই দেখা গেছে সার্কের বাস্তবতা।

নিউজওয়ান২৪.কম/একে

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত