ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ইউনেস্কোর পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী

প্রকাশিত: ১০:১১, ২৩ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

অণুজীব বিজ্ঞানে গবেষণার জন্য বাংলাদেশের বিজ্ঞানী সমীর সাহা এ বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার কার্লোস জে ফিনলে পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের অণুজীববিজ্ঞানী অধ্যাপক শাহিদা হাসনাইনের সঙ্গে যৌথভাবে তিনি এ পুরস্কার পেতে যাচ্ছেন। আগামী ৬ নভেম্বর ইউনেস্কোর সদস্য দেশগুলোর ৩৯তম সাধারণ সভা চলাকালে দুই বিজ্ঞানীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। অধ্যাপক সমীর সাহা ঢাকা শিশু হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান।

তিনি শিশু স্বাস্থ্য ইন্সটিটিউটের অধীনে শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্বেও রয়েছেন।

শিশুস্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের নেতৃস্থানীয় গবেষক সমীর দুটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে টিকা চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেসব জীবাণু মেনিনজাইটিসের জন্য দায়ী।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত