ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আসামে এনআরসি’র তালিকায় নেই ৭০ শতাংশ বাঙালি!

নিউজওয়ান ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ২ জানুয়ারি ২০১৮  

ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) যে প্রথম খসড়া তালিকা বেরিয়েছে, তাতে নাম রয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়ার, অথচ রাজ্যে বহু বছর ধরে বসবাসকারী বহু পরিচিত মানুষের নাম অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ, যা নিয়ে তীব্র বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

প্রথম তালিকা থেকে বাদ প্রায় সত্তর শতাংশ বাঙালির নাম। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকা থেকেই নথিভুক্তির হার সবথেকে কম। এরপর কী হবে, তা ভেবে আশঙ্কায় ভুগছেন অনেকেই। যদিও সরকারের দাবি, এখনও দ্বিতীয় তালিকা বেরনো বাকি।

৩১ ডিসেম্বর মধ্যরাতে অর্থাত্ নতুন বছরের শুরুতেই প্রকাশিত ওই তালিকায় নাম নেই বিরোধী নেতা, ধুবড়ির সাংসদ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল, তাঁর ছেলে তথা যমুনামুখের বিধায়ক আবদুর রহিম আজমল, তাঁর ভাই তথা বরপেটার এমপি সিরাজুদ্দিন আজমলের। এতে প্রবল অসন্তুষ্ট তাঁরা।

অাসামে বসবাসকারী বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ব্যাপক প্রক্রিয়ার অঙ্গ হিসাবে ওই তালিকা বেরিয়েছে। বৈধ ভারতীয় নাগরিক বলে স্বীকৃতি চেয়ে মোট ৩ কোটি ২৯ লক্ষ আবেদনকারীর মধ্যে ১ কোটি ৯০ লক্ষের নাম উঠেছে প্রথম তালিকায়। অর্থাৎ তালিকায় নেই ১ কোটি ৩৯ লক্ষ মানুষের নাম। তাৎপর্যপূর্ণভাবে প্রথম তালিকায় নেই অাসামের প্রায় ৭০ শতাংশ বাঙালির নাম। যাঁদের নাম তালিকায় নেই, তাঁরা চরম উদ্বেগে রয়েছেন। এই মানুষগুলির প্রশ্ন, তাহলে কি তাঁদের নাগরিকত্বের ওপর খাঁড়া নামতে চলেছে? অদূর ভবিষ্যতে কি তাঁদের অসম ছাড়তে হবে?

তালিকায় নাম না থাকার ব্যাপারে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার বক্তব্য, এখনও প্রক্রিয়াটি চলছে। অনেক সময় আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তালিকায় বেশ কয়েকজন বিজেপি, কংগ্রেস বিধায়কের নামও নেই।পরেশ বড়ুয়ার পাশাপাশি উলফার আরেক নেতা অরুণোদয় দোহতিয়া ও বোড়ো জঙ্গি গোষ্ঠী এনডিএফবি নেতা বি বিদাইয়ের নামও উঠেছে। পরেশের প্রয়াত মা মিলিকি বড়ুয়া সহ তার পরিবারের ৫ জনের নাম তালিকায় রয়েছে।

আসাম চুক্তি অনুসারে, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে থেকে যারা এই রাজ্যে বসবাস করছেন, তাঁরাই নাগরিকত্বের অধিকারী। সেই সূত্র মেনেই এনআরসি-তে নাম তোলার প্রক্রিয়া চলেছে।

আসামে নাগরিকত্বের প্রমাণ হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জী। ১৯৫১ সালের পরে এই প্রথম অসমে জাতীয় নাগরিক পঞ্জী নবীকরণে হয়েছে।

সূত্র : ইকনোমিক টাইমস, হিন্দুস্তান টাইমস।

নিউজওয়ান২৪.কম

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত