ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আর্সেনালের গোল বন্যা, লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২৩ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

ইলিংশ প্রিমিয়ার লিগে এভারটনকে গোল বন্যায় ভাসালো আর্সেনাল। প্রতিপক্ষের জালে একে একে ৫টি বল জড়িয়েছে দলটি। আর্সেনালকেও অবশ্য দুটি গোল হজম করতে হয়েছে। এদিকে দিনের অন্য খেলায় হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। হ্যারি কেনের জোড়া গোলে টটেনহ্যাম হটস্পার বড় ব্যবধানে হারায় লিভারপুলকে।


রবিবার (২২ অক্টোবর) লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে আর্সেন ভেঙ্গারের দল। অন্য খেলায় লিভারপুল ৪-১ গোলের ব্যবধানে হেরেছে।

শুরুর দ্বাদশতম মিনিটেই ওয়েন রুনির গোলে এগিয়ে যায় এভারটন। বিরতির পাঁচ মিনিট আগে আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়েল। ১-১ গোলের সমতা নিয়েই বিশ্রামে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ওজিল। তারপর ৬৮ মিনিটে ফাউল করে ইদ্রিসা গুইয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। শেষ ২২ মিনিট ১০ জনের এভারটনকে বেশ ভুগিয়েছে আর্সেনাল।

৭৪ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে তৃতীয় গোল করেন। ৯০ মিনিটে অ্যারন রামসে করেন ৪-১। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ওমর নিয়াসে এভারটনের হয়ে একটি গোল শোধ দেন। তবে দুই মিনিট পর আর্সেনালকে পঞ্চম গোল এনে দেন অ্যালেক্সিস সানচেজ।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। কেনের জোড়া গোলে টটেনহ্যামের জয়এদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে হ্যারি কেন গোলমুখ খোলেন ৪ মিনিটে। ১২ মিনিটে হিউং মিন ব্যবধান দ্বিগুণ করেন। মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে একটি গোল শোধ দেন। তবে ম্যাচে ফেরাতে পারেননি উত্তেজনা।

প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ডেলে আলী টটেনহ্যামকে ৩-১ গোলে এগিয়ে রাখেন। বিরতির পর কেন ৫৬ মিনিটে করেন তার দ্বিতীয় গোল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। গোলব্যবধানে এগিয়ে থেকে তাদের উপরে ম্যানইউ।

খেলা বিভাগের সর্বাধিক পঠিত