ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আমিরাতে পুরস্কৃত হলেন দুই বাংলাদেশি

অর্থ কড়ি ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১৩:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ছবি- কালের কণ্ঠ

ছবি- কালের কণ্ঠ

আরব আমিরাতের রাজধানী দুবাইতে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন দুই বাংলাদেশি। এরা হলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি (দিনাজপুর-সদর) ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা এরিক মোর্শেদ। 

ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে। 

সোশিয়াল কর্পোরেট রেসপন্সিবিলিটি (সিএসআর) ক্যাটাগরি এবং সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় (২০১৬) সালে এই পুরস্কার দেওয়া হয় তাদের। এদের মধ্যে এরিক মোরশেদ পুরস্কার পান সিএসআর ক্যাটাগরিতে। 

পুরস্কার হাতে দুই বাংলাদেশি এরিক মোরশেদ ও হুইপ ইকবালুর রহিম, এমপি    

এছাড়া ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন আগামী ২০১৮ সালের জন্য নির্ধারিত জুরি বোর্ডের সদস্য নির্বাচন করে অ্যারোভিশন বাংলাদেশ লিমিডের এমডি এবং সিই্ও এরিক মোরশেদকে।  

দুবাইর মেরিনা বিচ হোটেলে আয়োজিত মিডলইস্ট এশিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড সামিট ২০১৬-১৭ নামের ওই অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।  

কর্পোরেট জগতে সাফল্যের স্বাক্ষর রাখা এবং উদীয়মান মেধাবীদের অভিজ্ঞতা বিনিময়ের একটি প্লাটফর্ম হিসেবে গড়ে উঠছে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন নামের এই প্রতিষ্ঠান।  

নিউজওয়ান২৪.কম

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত